পঞ্চম বর্ষে লালমাই বার্তা

0
114

স্টাফ রিপোর্টার।। সফলতার ৪র্থ বছর পেরিয়ে ৫ম বর্ষে পদার্পণ করেছে কুমিল্লার লালমাইয়ের আঞ্চলিক সংবাদপত্র সাপ্তাহিক লালমাই বার্তা। ‘সত্য মিথ্যার সংমিশ্রন নয়, সত্য গোপন করবো না’ এই প্রত্যয় নিয়ে ২০২০ সালের ১৬ মার্চ পথচলা শুরু করে পত্রিকাটি। প্রিন্ট ভার্সনের পাশাপাশি একই সময়ে প্রত্রিকাটির অনলাইন (www.lalmaibarta.com) ভার্সনও শুরু হয়। সেই থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে সারথি করে পেশাদারিত্বের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে সংবাদপত্রটি।


শনিবার সন্ধ্যায় বাগমারা বাজারস্থ গ্লোবাল টাওয়ারের বারফি রেস্টুরেন্টে আলোচনা সভা ও ইফতার মাহফিলের পর কেক কেটে পঞ্চম বছরে পদার্পন উদযাপন করা হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।

লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল্লাহ আল মাহফুজ, লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব ও লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহপরান সওদাগর প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন আল ইসরা মাদরাসার শিক্ষার্থী মো: ফাহিম। স্বাগত বক্তব্য রাখেন লালমাই বার্তার প্রধান সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের লালমাই প্রতিনিধি জহিরুল ইসলাম জহির। দোয়া মোনাজাত পরিচালনা করেন দারুত তাহযিব মহিলা মাদরাসার শিক্ষক মাওলানা শামীম আহমেদ। রমজান ও রোজাদারদের নিয়ে ইসলামি সংগীত পরিচালনা করেন ক্বারী মাওলানা আহমেদ রেজা সায়েম।

লালমাই বার্তার বার্তা সম্পাদক কাজী ইয়াকুব আলী নিমেলের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা দ্বীন মোহাম্মদ, কালেরকন্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি আবদুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাগমারা জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার মো: হানিফ, ডা: মিজানুর রহমান, ডা: কাউছার আহমেদ জুয়েল, দন্ত প্রযুক্তিবিদ মফিজুল ইসলাম মুন্না, লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অমর কৃষ্ণ বনিক মানিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনি, শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফেজ আহমেদ সোহেল, সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মনিরুজ্জামান, শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা জামাল, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমান উল্যাহ আমান, হিসাবরক্ষক হুমায়ুন কবির মজুমদার, কনকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শরীফ হোসেন সর্দার, সাপ্তাহিক জনতার বার্তা’র সম্পাদক আবুল বাশার রানা,ব্যবসায়ী ওয়ালী উল্যাহ, নজরুল ইসলাম খোকন, চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর নির্বাহী পরিচালক এম এইচ তুহিন, বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার সহ-সভাপতি ফরহাদ উদ্দিন, মাছুম বিল্লাহ মুহাজির, মোহাম্মদ নোমান, ইফতেখার সজিব, ইসলামি ব্যাংকের কর্মকর্তা আবদুল বাতেন, সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা মো: আবদুল জলিল, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো: হাবিবুল্লাহ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলাীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হাসান জাফর, লালমাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুল হাসান তুষার, লালমাই উপজেলার মানবিক সংগঠন ‘সেইভ লালমাই’ এর পরিচালক ইমাম হোসেন, এডভোকেট ইকবাল হোসেন, লালমাই প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর মো: সালেহ, অর্থ সম্পাদক মনির হোসেন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, শিক্ষা বিষয়ক সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক গাজী মামুন, প্রকৌশলী মহি উদ্দিন, সাংবাদিক জুয়েল রানা মজুমদার, মনির হোসেন, জাফর আহমেদ, মো: আবুল কালাম, ওমর ফারুক, এসএম কামাল, বসুন্ধরা শুভসংঘের লালমাই উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মারুফ সিরাজী, দপ্তর সম্পাদক হাবিব মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম শ্রাবন, কার্যকরী সদস্য সাফায়েত, অর্থ সম্পাদক সৈকত, ইভেন্ট সম্পাদক ইয়ামিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here