Home লালমাই শতবর্ষী মগুয়া ঈদগাহের দৃষ্টিনন্দন গেইট নির্মাণ উদ্বোধন

শতবর্ষী মগুয়া ঈদগাহের দৃষ্টিনন্দন গেইট নির্মাণ উদ্বোধন

0
146

কাজী নিমেল: কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের শতবর্ষী ‘‘মগুয়া ঈদগাহ’’ মাঠের  গেইট নির্মাণ করা হচ্ছে। শুক্রবার (২৬ এপ্রিল) সকালে ঈদগাহটির ইমাম ও নাথেরপেটুয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হুজ্জাতুল ইসলাম দোয়া মোনাজাতের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন।

মগুয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি হাফেজ আহমেদ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পেরুল দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ, শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা জামাল, শাসনপাড় দাখিল মাদরাসার প্রাক্তন শিক্ষক মাষ্টার আবদুল ওহাব, শিক্ষানুরাগী মোজাম্মেল হক লিটন, ঈদগাহের সাবেক সেক্রেটারী কাজী মাওলানা আবদুল জলিল, মোতয়াল্লী এবিএম জহিরুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঈদগাহ পরিচালনা কমিটির সেক্রেটারী আবদুল মজিদ, কোষাধ্যক্ষ মাওলানা আবদুল মতিন, গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান সোহেল, লালমাই প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, প্রবাসী তোফায়েল আহমেদ বাহার, আটিটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন, ফারুক আহমেদ, সমাজসেবক বাচ্চু মিয়া, শহিদুল ইসলাম, মাকসুদুর রহমান প্রমুখ।

উল্লেখ্য ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সদস্য, শাসনপাড় উচ্চ বিদ্যালয় ও আবদুস সোবহান আদর্শ পাঠাদারের সভাপতি, শাসনপাড় গ্রামের কৃতি সন্তান হাফেজ আহমেদ সোহেল দুই বছর পূর্বে মুসল্লীদের প্রত্যক্ষ সমর্থনে মগুয়া ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব নেন। এরপর থেকে তিনি ঈদগাহের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেন। ঈদগাহ মাঠে প্রথমবারের মতো তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেন। ঈদগাহের প্রতিষ্ঠাতাসহ প্রাক্তন দায়িত্বশীলদের সম্মাননা স্বারক দেন।। স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ঈদগাহ সড়কের উন্নয়নের উদ্যোগ নেন।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here