Doctors Forum of Lalmai এর যাত্রা

লালমাই উপজেলার চিকিৎসকদের সংগঠন

50

সংবাদদাতা: লালমাই উপজেলার চিকিৎসকদের সংগঠন Doctors Forum of Lalmai এর প্রথম আনুষ্ঠানিক সভা গত বৃহস্পতিবার কুমিল্লা টমছমব্রীজস্থ ওয়াসিস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। এনাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল চক্ষু বিশেষজ্ঞ প্রফেসার ডা: মোতাহের হোসেন জুয়েল ও কুমিল্লা মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক মেডিসিন বিশেষজ্ঞ ডা: সালেহ আহমেদ এর আহবানে সভায় ২৯জন চিকিৎসক উপস্থিত হয়েছে। লালমাই উপজেলার স্বাস্থ্য সেবার উন্নয়নে প্রতিষ্ঠিত সংগঠনটিতে পর্যায়ক্রমে সকল চিকিৎসককে অর্ন্তভুক্ত করা হবে।
উপস্থিত অন্যান্য চিকিৎসকরা হলেন ডা: শিমুল মজুমদার, ডা: আহসান উল্যাহ, ডা: শামীম ইকবাল মজুমদার, ডা: নূর মোহাম্মদ শাহীম, মেজার ডা: আতিক উল্যাহ প্রমুখ।