লালমাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০ পরিবারকে সিএসএস এর নগদ অর্থ সহায়তা

0
36

কাজী নিমেল: কুমিল্লার লালমাই উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা করেছে বেসরকারি সংস্থা খ্রীষ্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগমারা বাজারস্থ সংগঠনের কার্যালয়ে নগদ অর্থ সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন সিএসএসের কুমিল্লা জোনের অডিট কো-অর্ডিনেটর মোঃ হাসান আলী।

নগদ অর্থ বিতরণকালে সিএসএস কর্মকর্তা মোঃ হাসান আলী বলেন, খ্রীষ্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) বাগমারা ব্রাঞ্চের বিভিন্ন কর্ম এলাকায় (ভুশ্চি, পরতী, কলমিয়া,ছনগাঁলালমাইয়েও,হদগড়া, জামিরা, যাদবপুর, কাছিয়া পুকুরিয়া গ্রামের) বন্যায় ক্ষতিগ্রস্ত ১২০টি পরিবারের মাঝে সংস্থার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। আমাদের সংস্থার সদস্য নয় এমন ক্ষতিগ্রস্তদের মাঝেও সিএসএসের সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষুদ্র অর্থ সহায়তা করতে পেরে সিএসএস গর্বিত এবং ভবিষ্যতেও বিভিন্ন দুর্যোগকালীন সময়ে সিএসএসের প্রত্যেক সদস্যের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করছি।

পরে সিএসএস চাঁদপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আব্দুল মালেক, বাগমারা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার রাধাকান্ত দেব, হিসাব রক্ষক হাসান, শাওন ও সিএসএসের মাঠ পর্যায়ের কর্মকর্তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের বাড়ি বাড়ি গিয়ে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেন।

আর্থিক সহায়তা নিতে এসে সিএসএসের উপকারভোগী আমেনা বেগম, সুলতানা ও রাবেয়া বেগমরা জানান, সিএসএসের এই সহায়তার কারণে দুর্যোগের মধ্যেও আমরা কিছুটা স্বস্তি অনুভব করছি। বন্যার মতো বিপদের সময় এভাবে কোনো প্রতিষ্ঠান পাশে দাঁড়ালে সদস্য হিসেবে অন্তরে অন্যরকম সাহস ও শক্তির সঞ্চার হয়, আমাদের ভেতরেও তেমনটা হয়েছে।

বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সদস্যদের নগদ অর্থ সহায়তা করায় সিএসএস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করবো সিএসএস এর মতো অন্যান্য সংগঠনগুলোও এভাবে বন্যার্তদের পাশে দাঁড়াবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here