১৭০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করল টিম সংশপ্তক

314

বাংলা নববর্ষের প্রথম দিনে করোনা প্রতিরোধে নাঙ্গলকোটের শিক্ষার্থীদের টিম ‘সংশপ্তক’-এর আয়োজনে উপজেলার ১৭ শতাধিক কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার রাতে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ বিতরণ করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাতে উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ১৭ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আগে থেকে প্রস্তুতকৃত তালিকা ধরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতে গিয়ে এসব পণ্য বিতরণ করা হয়েছে।

টিমের সমন্বয়ক জহিরুল ইসলাম বলেন, করোনায় অনেকের কাজ কর্ম বন্ধ হয়ে গেছে। এমতাবস্থায় উপজেলার বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা গরিব ও অসহায় ব্যক্তিদের মাঝে ত্রাণ বিতরণ করেছে। এ আয়োজনে যারা আর্থিক, শারীরিক ও মানসিকভাবে সহযোগিতা করেছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।

পৌরসভার টিম লিডার সাইফুল ইসলাম স্বপ্নীল বলেন, করোনার প্রভাবে দেশের দুর্যোগপূর্ণ এ সময়ে সংশপ্তক যেভাবে অসহায়দের পাশে দাঁড়িয়েছে আশা করি ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে তাঁরা এগিয়ে আসবে। দেশ ও দশের কল্যাণে কাজ করে যাবে।

ত্রাণ বিতরণের সময় পৌরসভার মেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, টিমের উপদেষ্টা জাবেদ হোসেন, মামুন আবদুল্লাহ, আবদুল খালেক শান্ত, মাজেদুল হাসান, সাইফুল ইসলাম, গিয়াস উদ্দিন, আবদুল কাহার সিদ্দিকীসহ অন্যান্য টিম লিডার ও সদস্যরা উপস্থিত ছিলেন।