১৪ ফেব্রুয়ারি ভুশ্চি বাজারস্থ ৮৫তম বড় শাফা খতম

237

স্টাফ রিপোর্টার ।। ১৪ ফেব্রুযারি ২০২১ ইং, ১লা মাঘ ১৪২৭ বাংলা, ১লা রজব ১৪৪২ হিজরী রবিবার দক্ষিণ কুমিল্লার ঐতিহ্যবাহি ভুশ্চি বাজারস্থ ৮৫তম বড় শাফা খতম এর দিন ধার্য্য করা হয়েছে। শাফা খতমে আখেরী মুনাজাত পরিচালনা করবেন ভারতের জৈনপুর এর আলহাজ্ব হযরত মাওলানা ফাররুখ ছেয়ার ছিদ্দিক আল-কুরাইশী। বিগত বছরের ন্যায় এবছরও খতমে আর্থিক সহায়তা করতে প্রবাসীসহ দানশীলদের দৃষ্টি আকর্ষন করেছেন শাফা খতম কমিটির নেতৃবৃন্দ। টাকা পাঠানোর ঠিকানা-ভুশ্চি বাজার খতম কমিটি, এসবি হিসাব নং ২৩২৩, ভুশ্চি বাজার শাখা, রুপালী ব্যাংক লিঃ।
খতম কমিটির উপদেষ্টারা হলেন-অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি, সাবেক রেলপথ মন্ত্রী মজিবুল হক মজিব এমপি, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, ইঞ্জিনিয়ার আবদুর রশিদ, লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার। কমিটির নেতৃবৃন্দরা হলেন-সভাপতি ভুলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান একরামুল হক, সহ-সভাপতি ভুশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের রহমতপুরী, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহমেদ (বারাইপুর), মোঃ রুহুল আমিন মজুমদার (ভুলইন), কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন (কলমিয়া), কামরুজ্জামান মজুমদার লিটন (গোষাইপুষ্করনী), প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হক (বারাইপুর)। সদস্যরা হলেন-আলহাজ্ব ফজলুর রহমান (কাঁছিয়াপুকুরিয়া), আলহাজ্ব আইয়ুব আলী (ছোট শরীফপুর), আলহাজ্ব ডাঃ আবদুল হালিম (চেঙ্গাহাটা), মোঃ মজিবুর রহমান (গোষাইপুষ্করনী), হাজী মোঃ আবদুল মালেক (বারাইপুর), মাওলানা আবুল বাশার (পরতি), মোঃ হারুনুর রশিদ (গোষাইপুষ্করনী), আলহাজ্ব আইয়ুব আলী (আমুয়া), মোঃ ফজলুর রহমান (কলমিয়া), আলহাজ্ব আবদুল মালেক (ফার্নিচার ব্যবসায়ী), মোঃ মাসুদ রানা মানিক (কাঁছিয়া পুকুরিয়া), মোঃ কামাল হোসেন (কাঁছিয়া পুকুরিয়া) ও মোঃ গোলামুন নবী (গোষাইপুষ্করনী)।