১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলো বরল যুব সমাজ

306

রিয়াদ মজুমদার ।। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারাদেশে চলাচল সীমিত করা হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষেরা বিপদে পড়েছেন। বিশেষ করে যারা দিনে আনে দিন খায় তারা সবচেয়ে বেশি বিপদে। এ সব মানুষের দুর্ভোগ কিছুটা কমাতে লালমাই উপজেলার বরল গ্রামের গরীব, দু:স্থ এবং অসহায় মানুষের মাঝে খাবার তুলে দিচ্ছেন’ ইয়াং সোসাইটি আফ বরল ( বরল যুব সমাজ) ১০ এপ্রিল শুক্রবার সংগঠনের পক্ষ থেকে এলাকা ১০০ টি গরীব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন যুব সমাজের সদস্যরা।

সংগঠনটি ইতিপূর্বে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড করে এলাকার সুধী সমাজ ও সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
অসহায় গরীব মানুষের হাতে তুলে দেয়া চাল, মসুরি ডাল, তেল, আলু, পেয়াজ, লবণ ও সাবান পেয়ে মানুষ বেশ খুশি হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সমাজের যারা বিত্তবান আছেন তারা যদি বরল যুব সমাজ সহ বিভিন্ন সংগঠনের মত মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে কোন মানুষেই অভুক্ত থাকবে না। তারা সবাইকে এই দূর্যোগে মানুষের পাশে এগিয়ে আসার আহবান জানান।