জাফর সালেহ ।। দীর্ঘ ৫/৬ বছর পর লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর চৌরাস্তা বাজারের কমিটি গঠন করা হয়েছে। শনিবার রাতে বাজারের শতাধিক ব্যবসায়ীর উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাজারের ব্যবসায়ীরা প্রস্তাব সমর্থনের ভিত্তিতে ইকবাল স’মিল এন্ড ফার্নিচার এর মালিক হাজী লোকমান হোসেনকে সভাপতি ও সদাই স্টোরের মালিক শামছুল আরেফীন শাহিনকে সাধারণ সম্পাদক করা হয়।
এছাড়া কমিটিতে পেরুল উত্তর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও জিএম কমফ্লেক্স এর পরিচালক ফিরোজ মাহমুদ রনিকে যুগ্ম সাধারণ সম্পাদক ও রাইজ সুপার সপের মালিক মো: দেলোয়ার হোসেন কে কোষাধ্যক্ষ করা হয়েছে। সভায় উপস্থিত ছিলেন সর্বশেষ কমিটির সভাপতি বিশিষ্ট রড সিমেন্ট ব্যবসায়ী মোঃ শাহজাহান, সেক্রেটারী বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ডাঃ অহিদুর রহমান মাছুম, যুবলীগ নেতা সাফায়েতসহ বাজারের ব্যবসায়ীরা।
উল্লেখ্য কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও বাকই-কাশিনগর সড়কের ক্রসিং অঞ্চলটিতে প্রতিদিন প্রায় ১০ সহস্রাধিক লোকের সমাগম ঘটে। ২টি ব্যাংকের এজেন্ট কার্যক্রম রয়েছে। একটি মসজিদ ও দুইটি মাদ্রাসা রয়েছে। দুইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার রয়েছে। বাজারটিতে দৈনিক কমপক্ষে ১০ লক্ষাধিক টাকার লেনদেন হয়। ব্যাংকিং লেনদেন আরো বেশি।