স্টাফ রিপোর্টার ।। মোড়কজাত পণ্যের নিবন্ধন সনদ গ্রহন না করে বিস্কুট, পাউরুটি, কেক, ঝাল মুড়ি, মটরভাজা, চানাচুর মোড়কজাত করাসহ খাদ্য উৎপাদনে নিন্ম মানের সামগ্রী ব্যবহার করার অপরাধে পেরুল উত্তর ইউনিয়নের হরিশ্চর চৌরাস্তা বাজারস্থ নিউ ঢাকা বেকারীকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
১১ জানুয়ারি দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এ দ-াদেশ দেন। এসময় বেকারীর ম্যানেজার আবদুল কাদের (৩২) জরিমানার পরিশোধ করেন। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লার পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান ও লালমাই থানা পুলিশের একটি টিম।