চৌদ্দগ্রাম প্রতিনিধি ।। চৌদ্দগ্রাম উপজেলার করপাটি ও বৌলপুর মানবতার ডাক সামাজিক সংগঠন এর পক্ষ হইতে গতকাল শুক্রবার একশ পাঁচটি কর্মহীন অসহায় হতদরিদ্রদের মাঝে মাছ সম্পুর্ন বিনা মূল্যে ও কোনো ফটোসেশান ছাড়া বিতরণ করা হয়েছে এবং প্রতিটি মাছ তাদেরকে ঘরে পোঁছে দেওয়া হয়েছে।
এই সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী মহি উদ্দিন মুকুল, সংগঠনের সভাপতি ইউসুফ মিয়াজি, সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাসান মজুমদার এবং মানবতার ডাক সামাজিক সংগঠন এর সকল সদস্য বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি গন। এবিষয়ে “মানবতার ডাক সামাজিক সংগঠন” এর প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মো. মহি উদ্দীন মুকুল বলেন, করোনা ভাইরাসের কারণে দেশের চলমান সংকটকালীন সময়ে অসহায় ও কর্মহীন দিনমুজুরদের পাশে দাঁড়িয়েছে মানবতার ডাক সামাজিক সংগঠন। ভবিষ্যতেও এ সংগঠনটি মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবে।
এসময় তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।তিনি আরো বলেন ইনশাআল্লাহ মানবতার ডাক সামাজিক সংগঠন ছিলো আছে থাকবে সব সময় আপনাদের পাশে। আপনারা ঘরে থাকুন নিজে সুস্থ থাকতে পরিবার পরিজনদের বাঁচাতে অতি প্রয়োজন ছাড়া বাহিরে যাবেননা। মানবতার কল্যাণে করপাটি ও বৈলপুর মানবতার ডাক সামাজিক সংগঠন আছে এবং সব সময় থাকবে ইনশাআল্লাহ।