স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ভুশ্চিতে শিক্ষার্থীদের মানববন্ধন

211

রিয়াজ উদ্দিন।। লালমাই উপজেলার ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ভুশ্চি বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী। অনলাইন ভিত্তিক সংগঠন ‘আমরা পরতির সন্তান’ এর উদ্যোগে ১১ ডিসেম্বর বিকালে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ধর্ষকের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করে বক্তব্য রাখেন সংগঠনের এডমিন কাজী জাফর আহমেদ রাজন, ইসমাইল হোসেন জয়, ভূশ্চি বাজার জামে মসজিদের খতিব মাওলা আমির হামজা প্রমুখ। এতে অংশগ্রহন করেন আওয়ামীলীগ নেতা হাফেজ নুরুল ইসলাম নরু, ভুলইন দক্ষিণের ৯ নং ওয়ার্ড মেম্বার মনির হোসেন (জহির), সাবেক মেম্বার আবুল বশার, কামাল হোসেন, ছাত্রলীগ নেতা প্রকৌশলী ফরহাদ হোসেন, জামিরা সন্তান গ্রুপের সকল সদস্য, ভুশ্চি সামাজিক ও সাংস্কৃতিক ফোরামের সদস্যরা, এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা, ভুলইন দক্ষিন যুব সমাজের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দসহ বাজারে ব্যবসায়ী বৃন্দ।

উল্লেখ্য গত ৩ ডিসেম্বর রাত অনুমান ১১ টায় পরতি গ্রামস্থ নিজ বাড়ীতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বের হলে ওই ছাত্রী (১৪) কে মুখ চেপে ধরে ধর্ষণ করেন এবং ভিডিও ধারণ করেন পরতি গ্রামের স্বপন মিয়া (৩০)। এঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে স্বপনের বিরুদ্ধে লালমাই থানায় একটি মামলা (নং ০২, তাং ০৪/১২/২০২০ইং) দায়ের করেন। মামলার তদন্ত করছেন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম। রবিবার সকালে অভিযুক্ত স্বপন কুমিল্লার আদালতে হাজির হলে বিচারক তাকে জেল হাজতে প্রেরণ করেন।