সংবাদদাতা ।। লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের বড় হাড়গিলা গ্রামের মরহুম ফরিদ মিয়ার দ্বিতীয় ছেলে ও র্যাব সদস্য মো: ইসহাকের ছোট ভাই সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিজ ইউনিয়নের বড় হাড়গিলা, কাঁকসার ও শানিচোঁ গ্রামের দেড় শতাধিক পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার প্রবাসী জাহাঙ্গীরের পক্ষে পেরুল উত্তরের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম মজুমদার, আওয়ামীলীগ নেতা আবু জাফর মোঃ সালেহ ও আবুল কালাম আবুল এসব ইফতার সামগ্রী বাড়ী বাড়ী পৌছে দেন। এর আগে গত ২ এপ্রিল তার পক্ষে করোনায় ক্ষতিগ্রস্থ এলাকার ৬০টি পরিবারে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়েছে।
প্রবাসী জাহাঙ্গীর আলম বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র রমজানের আগে এলাকাবাসীর ঘরে ইফতার সামগ্রী পৌছাতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। ভবিষ্যতেও সহায়তা অব্যাহত রাখার চেষ্টা করব।