সেভ দ্যা হিউম্যানিটির বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন

307

লাকসাম প্রতিনিধি ।।   ‘বিনা অক্সিজেনে ঝড়ে পড়বে না কোন প্রাণ’ এ সেøøাগানকে সামনে রেখে কুমিল্লায় ফ্রি অক্সিজেন ব্যাংক চালু করে স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা হিউম্যানিটি। এবার প্রাকৃতিক অক্সিজেন যোগানদাতা বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।
সেভ সেভ দ্যা হিউম্যানিটি কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে সোমবার (২০ জুলাই) কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন, সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন, সেইভ দ্যা হিউম্যানিটির প্রধান সমন্বয়ক বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও কুমিল্লা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন, মহানগর টিমের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান, কুমিল্লা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট মনির হোসেন পাটোয়ারি, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট ওবায়দুল্লাহ সরকার, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম মুনির, ট্রাস্ট ল’ চেম্বারের সদস্য ইব্রাহিম খলিল শরীফ, নিজাম উদ্দিন, আমিন উদ্দিন, মাসুম প্রমুখ।

সিভিল সার্জন ডাঃ নিয়াতুজ্জামান বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সেভ দ্যা হিউম্যানিটির অন্যান্য কার্যক্রমের ভূয়ষি প্রশংসা করে উদ্যোক্তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
উল্লেখ্য, চলমান করোনা পরিস্থিতিতে ‘সেভ দ্যা হিউম্যানিটি’ এর উদ্যোগে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক, হ্যান্ডগ্লাভস, হ্যান্ডস্যানিটাইজার ও প্রচারপত্র বিতরণ, গরীব, অসহায় ও কর্মহীনদের মধ্যে খাদ্য ও আর্থিক সহায়তা, করোনায় মৃতদের দাফন, বিনামূল্যে এ্যাম্বুলেন্স সেবা, বয়স্ক ও শ্বাসকষ্টের রোগীদের মাঝে ডাক্তারের পরামর্শে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার ও ফালস অক্সিমিটার সরবরাহ, স্বেচ্ছায় রক্তদান, করোনা রোগীদের স্বাস্থ্যসম্মত খাদ্য সহায়তা, কোয়ারেন্টাইনের ব্যবস্থা এবং করোনা জয়ীদের ফুলেল অভ্যর্থনাসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

মানবিক দিক বিবেচনায় জনকল্যাণে এ ধরনের স্বেচ্ছাসেবীমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান, সংগঠনের প্রধান সমন্বয়ক সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট বদিউল আলম সুজন।