সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ভিক্টোরিয়ান্স’র উদ্যোগে ৩শ পরিবারকে সহায়তা

370

স্টাফ রিপোর্টার
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালের প্রতিষ্ঠিত ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ভিক্টোরিয়ান্স’ এর উদ্যোগে লালমাইয়ে করোনায় ক্ষতিগ্রস্থ ৩শ হতদরিদ্র পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা করা হয়েছে। সোমবার বিকালে বাগমারা চেঙ্গাহাটাস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে বাগমারা উত্তরের নাগরিপাড়ার ৬০ জন, নাওড়ার ১২০জন, লোলাই বেতিয়াপাড়ার ৬০জন ও দুতিয়াপুরের ৬০জন হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ তুলে দেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের এরিয়া ম্যানেজার ইকরামুল হক।

এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাছান মাহমুদ মানিক, বাগমারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক রতন মিয়া, দন্ত চিকিৎসক মফিজুল ইসলাম মুন্না, লোটাস কামাল গ্রুপের লোকাল ইনচার্জ মনির হোসেন সুমন, ইউপি মেম্বার জাকির হোসেন, আওয়ামীলীগ নেতা গাজী হাবিব, ব্যবসায়ী গোলাম কবির মিঠু, শ্রমিকলীগ নেতা আনোয়ার হোসেন ও মিজানুর রহমান সুমন প্রমুখ।

সংগঠনটির পক্ষ থেকে শীঘ্রই কুমিল্লা সদর দক্ষিণের ৫শ জন হতদরিদ্রের মাঝেও নগদ অর্থ তুলে দেওয়া হবে।