বাগমারা উত্তর সংবাদদাতা ।। লালমাই উপজেলার বাগমারা লোলাইয়ে ৫শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির তনয়া ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামালের প্রতিষ্ঠিত ‘সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ভিক্টোরিয়ান্স’। ২৩ ডিসেম্বর সকাল ১১টায় সংগঠনটির পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন যাকাত ম্যানেজমেন্ট এর প্রজেক্ট ম্যানেজার রাসেল আহমেদ। এসময় লোটাস কামাল গ্রুপ লালমাই এর ইনচার্জ মনির হোসেন সুমন, সমাজসেবক গোলাম কবির মিঠুসহ স্থানীয় গণ্যমাণ্যরা উপস্থিত ছিলেন। এরআগে করোনাকালে সংগঠনটির উদ্যোগে বাগমারার ৩শ পরিবারকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা করা হয়েছিল।