সিলেটে বন্যাদুর্গত পরিবারের মাঝে হিউবাগ এর খাদ্য সামগ্রী বিতরণ

78

স্টাফ রিপোর্টার: ২৭ শে জুন (সোমবার) লালমাই উপজেলার সেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটি অব বাগমারা-হিউবাগ এর উদ্যোগে (হিউবাগের শুভাকাক্সক্ষী, প্রবাসী ও সদস্যদের সহায়তায়) সিলেটে বন্যা দুর্গত ৫শ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে বন্যাদুর্গতদের বাড়ি বাড়ি গিয়ে উপহার (হিউবাগ ভালোবাসা) পৌঁছে দেন হিউবাগের সদস্যরা। সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ বলেন,” যারা আমাদের এই মহৎ উদ্যোগ অংশীদার হয়েছে সকলকে কৃতজ্ঞতা জানাই।
সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বলেন, শীগ্রই কুড়িগ্রামের বন্যা দুর্গত মানুষদের জন্য আমরা ফান্ডিং শুরু করব। যেখানে দরকার, সেখানে হিউবাগ। জনতার সেবায়, হিউবাগের সেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত থাকবে। এভাবে প্রবাসী, শুভাকাক্সক্ষী, এলাকার বিত্তবানরা আমাদের সহযোগিতা করলে ইনশাআল্লাহ লালমাই উপজেলাসহ সারা বাংলাদেশে, গরীব,দুঃখী,মেহনতী,অসহায় সুবিধাবঞ্চিত মানুষদের জন্য আমরা সেবামূলক কাজ করতে পারব।
হিউবাগের অঙ্গীকার, সেবা করবে জনতার এই স্লোগানকে সামনে রেখে গত বছরের ১লা জানুয়ারি হিউম্যানিটি অব বাগমারা-হিউবাগ’র পথচলা শুরু। প্রতিষ্ঠার পর থেকে প্রায় শতাধিক সদস্য বিশিষ্ট সংগঠন টি সেচ্ছায় রক্তদান কর্মসূচী (প্রায় ৩শ ব্যাগ রক্তদান সম্পন্ন হয়েছে), যানজট নিরসন, অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসা সেবা, এ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন সেবা, বৃক্ষরোপণ কর্মসূচি, ইফতার সামগ্রী ইদ সামগ্রী,শিক্ষা সামগ্রী,পোশাক সামগ্রী, খাদ্য সামগ্রী বিতরণ সহ নানান মানবিক ও সামাজিক কাজ করে যাচ্ছে সংগঠনটি।