লালমাই বার্তা ডেস্কঃ দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং স্বাস্থ্য মন্ত্রনালয়ে তাঁকে হেনস্থাকারীদের বিচার দাবী করে মানববন্ধন করেছেন কুমিল্লার লালমাই উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা।
লালমাই প্রেসক্লাব ও লালমাই বার্তা’র উদ্যোগে ১৯ মে দুপুরে (বুধবার) কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বাগমারা বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

লালমাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহজাহান মজুমদারের নেতৃত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহন করেন লালমাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক লালমাই বার্তা’র প্রধান সম্পাদক জহিরুল ইসলাম জহির, অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজ মোর্শেদ মাসুদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আমান উল্যাহ আমান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জুয়েল রানা মজুমদার, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক কাজী মাসুদ রানা, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর মো: সালেহ, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন অপু, লালমাই প্রেসক্লাবের সহযোগী সদস্য মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না, প্রেসক্লাবের সাধারণ সদস্য ইফতেখার অমিত ভুঁইয়া, লালমাই বার্তার স্টাফ রিপোর্টার রিয়াজ উদ্দিন, আজকের লালমাই ডট কম’র বার্তা সম্পাদক নাফিউজ্জামান নাফিজ, দৈনিক সমাজকন্ঠের স্টাফ রিপোর্টার গাজী মামুন, লালমাই বার্তার ফটো সাংবাদিক সাফায়েত হোসেন, সাংবাদিক নারায়ন কুন্ড, রুহুল আমিন, আনোয়ার হোসেন, মো: মনির হোসেন, অরুন পাল, আবদুল মতিন, তমাল বনিক প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাপ্তাহিক লালমাই বার্তার প্রধান সম্পাদক ও লালমাই প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চেয়ে বলেন, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে নয়, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। টুঁটি চেপে ধরেও অনুসন্ধানী সাংবাদিকতা রোধ করা যাবে না।

লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও লালমাই প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বলেন, করোনাকালে স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে সাংবাদিক রোজিনা ইসলাম একাধিক প্রতিবেদন প্রকাশ করেছেন। সেই কারনে তাকে হেনস্থা করে মিথ্যা মামলা দিয়ে কারাগাারে প্রেরণ করা হয়েছে। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও হেনস্থাকারীদের আইনের আওতায় আনতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি।

লালমাই প্রেসক্লাব’র সভাপতি ও দৈনিক একুশের সংবাদ’র সম্পাদক মোহাম্মদ শাহজাহান মজুমদার বলেন, জাতীয় একটি দৈনিক পত্রিকা সম্পাদনা করার কারনে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে কাছ থেকে চিনি, জানি। তিনি একজন সৎ ও সাহসী সাংবাদিক। অনুসন্ধানী সাংবাদিকতা করে তিনি অনেকবার সম্মাননা পুরষ্কার পেয়েছেন। দুর্নীতির বিরুদ্ধে তিনি সিরিজ নিউজ করেছেন। সেজন্য তাকে হেনস্থাকারীদের করে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে। আমরা বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তিনি শীঘ্রই মুক্তি পাবে।