খন্দকার দেলোয়ার হোসেন ।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের মিন্নতনগর গ্রামের ইউছুফ নামের এক প্রতিবন্ধী যুবক কে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে সন্ত্রাসীরা। আহত প্রতিবন্ধী কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, মিন্নতনগর গ্রামের আবদুল মালেকের ছেলে শারীরিক প্রতিবন্ধী মো: ইউছুফ গত ১৩ মে সন্ধ্যায় গ্রামের দোকানে চা খাচ্ছিলেন। ওই সময় তুচ্ছ কথার জেরে ওই গ্রামের আমিনুল ইসলামের নেতৃত্বে তার ছেলে শামীম, শাকিল, সাব্বির, জুম্মন, ইকবালসহ অজ্ঞাত সন্ত্রাসীরা ইউছুপকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে ইউছুপের পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করায়। তার মাথায় ৯টি সেলাই করা হয়েছে বলে হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন।
এঘটনায় ইউছুপের পিতা আবদুল মালেক বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক খাদেমুল বাহার বলেন, ভিকটিম কে হাসপাতালে দেখে এসেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।