শ্রীপুরে গাছের চারা ও সবজি বীজ বিতরণ

429
চৌদ্দগ্রাম প্রতিনিধি ।।  মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শনায় সাবেক সফল রেলপথ মন্ত্রী মোঃ মুজিবুল হক এমপির উদ্যোগে পারিবারিক কৃষির আওতায় সবজি পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা ও সবজি বীজ বিতরন করায়।
 শনিবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএমএ বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড.আবুল খায়ের,চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগের সদস্য মাষ্টার কামরুল , উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন বিপ্লব, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুস ছামাদ মেম্বার,সাংবাদিক আব্দুল জলিল রিপন, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীেগর যুগ্ন আহবায়ক নুরুল আলমের পরিচালনায় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামিলীগ সাধারন সম্পাদক আলী হায়দার মেম্বার, শ্রীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি আলমগীর হোসেন মেম্বার,সাধারণ সম্পাদক টিপু মেম্বার,কাজী আলমগীর হোসেন মেম্বার,ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আনোয়ার হোসেন মজুমদার,সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন সোহাগ সহ অত্র ইউনিয়ন আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।