শ্রদ্ধায় স্মরণে লালমাইয়ে শোক দিবস পালিত

373

স্টাফ রিপোর্টার ।। লালমাইয়ে শ্রদ্ধায় ও স্মরণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকাল ৯.১৫ টায় অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান লালমাই উপজেলা প্রশাসন, লালমাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমাই থানা পুলিশ, ইসলামিক ফাউন্ডেশন, লালমাই উপজেলা আওয়ামীলীগ, লালমাই প্রেসক্লাব, আবুল কালাম মজুমদার মহিলা কলেজ ও বাগমারা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।


সকাল ৯.৩০ টায় মহিলা কলেজ প্রাঙ্গনে ফলজ ও ঔষধি চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম। ওই সময় একযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ইউনিয়ন পরিষদ কার্যালয় ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ২০ হাজার গাছের চারা রোপন করা হয়।


এরপর মহিলা কলেজের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সামাজিক সংগঠন ‘উদ্দীপন’র উদ্যোগে উপস্থিত সকলের ফ্রী ব্লাড গ্রুপিং করা হয়।

দুপুর ১২টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর এপিএস ও লালমাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কেএম সিংহ রতন, লালমাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জয়াশীষ রায়, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার,উপজেলা প্রকৌশলী উজ্জল চৌধুরী ও লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন। শোক সভায় বঙ্গবন্ধুর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জোনায়েত কবির খান, শিক্ষা অফিসার জাহানারা খানম, মাধ্যমিক শিক্ষা অফিসার, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, বন কর্মকর্তা, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা যুব উন্নয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে স্থানীয় কয়েকজন যুব উদ্যোক্তার মাঝে ঋণের চেক হস্তান্তর করা হয়। লালমাই উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বাদ যোহর বাগমারা বাজার মসজিদে পবিত্র কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিশ্চর হাই স্কুল এন্ড কলেজ, শাকেরা আর এ উচ্চ বিদ্যালয়, ছোট শরীফপুর ডিগ্রী কলেজ, ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোশারীচোঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়, নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুলইন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে যাথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়েছে।

এদিকে লাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনায় শনিবার বাদ জোহর ও বাদ আছর থানা সংলগ্ন জামে মসজিদে বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে লালমাই থানা পুলিশ।

দেশ ও দেশের জনগণের জন্য বঙ্গবন্ধুর অবদান উল্লেখ করে বাদ আছর মসজিদে উপস্থিত সকল মুসল্লীদের নিকট তাঁর মাগফেরাত কামনায় দোয়া চান লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: ইউচুফ জামিল। এসময় উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক আশরাফ, বেলাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক হেলাল উদ্দিন, মসজিদের মোতয়াল্লী ডা: শাহ আলম, বাগমারা দক্ষিণ যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ মজুমদারসহ থানার সকল পুলিশ সদস্য ও মসজিদের মুসল্লীগণ।