শোক দিবসে লালমাই থানার উদ্যোগে মিলাদ ও দোয়া মোনাজাত

397

স্টাফ রিপোর্টার ||  বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সকল সদস্যের মাগফেরাত কামনায় শনিবার বাদ জোহর ও বাদ আছর থানা সংলগ্ন জামে মসজিদে বিশেষ মিলাদ, দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে লালমাই থানা পুলিশ।

দেশ ও দেশের জনগণের জন্য বঙ্গবন্ধুর অবদান উল্লেখ করে বাদ আছর মসজিদে উপস্থিত সকল মুসল্লীদের নিকট তাঁর মাগফেরাত কামনায় দোয়া চান লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব। পরে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো: ইউচুফ জামিল। এসময় উপস্থিত ছিলেন থানার উপ-পরিদর্শক আশরাফ, বেলাল হোসেন, সহকারী উপ-পরিদর্শক হেলাল উদ্দিন, মসজিদের মোতয়াল্লী ডা: শাহ আলম, বাগমারা দক্ষিণ যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ মজুমদারসহ থানার সকল পুলিশ সদস্য ও মসজিদের মুসল্লীগণ।