লালমাই বার্তা ডেস্ক || লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের কিসমত চলুন্ডা গ্রামের করোনায় আক্রান্ত ২ মাসের শিশু লামিয়ার পরিবারের কেউ করোনায় আক্রান্ত নয়। তার পরিবারের ৯জনেরই করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। ১৩ এপ্রিল দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত।
এর আগে শিশু লামিয়ার করোনা পজিটিভ হওয়ায় ৯ মে শনিবার সকালে লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়াশীষ রায় ও লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব শিশুটির পরিবারসহ ৩টি পরিবারকে লকডাউন করেন। ওই সময় শিশুটির দাদা, দাদি, মা, বাবাসহ পরিবারের ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়।
উল্লেখ্য গত ৭ মে বৃহস্পতিবার দুপুরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় বাগমারা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা শিশুটির নমুনা সংগ্রহ করেন।
লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, মায়ের দুধ সন্তানের জন্য মহৌষধ। আল্লাহ মা সন্তানকে হেফাজত করুক।
লালমাই উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার কে.এম ইয়াছির আরাফাত বলেন, শিশু লামিয়ার পরিবারের ৯সদস্যের করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে। সকলের ২য়বার নমুনা সংগ্রহ করা হবে। সেপর্যন্ত ওই পরিবারে লকডাউন অব্যাহত থাকবে।