শপথ নিলেন লালমাই উপজেলা চেয়ারম্যান শাহীন

30

আবু জাফর মোহাম্মদ সালেহ: কুমিল্লার লালমাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ কামরুল হাসান শাহীন, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৮ এপ্রিল) তাদের শপথ পড়ান চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আমিনুর রহমান। এসময় লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়াসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরআগে গত ১৬ মার্চ লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ কামরুল হাসান ২৩ হাজার ৬ ভোট, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মজুমদার ১৯ হাজার ৪শ ৭৯ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীকের প্রার্থী মাহমুদা আক্তার ২২ হাজার ৪শ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।