স্টাফ রিপোর্টার ।। ২০২১ সালের পহেলা জানুয়ারি শতবর্ষে পদার্পন করেছে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির প্রিয় বিদ্যাপীঠ কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়। শিক্ষার আলো ছড়িয়ে দিতে ১৯২১ সালের পহেলা জানুয়ারি বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এই অঞ্চলের কয়েকজন গুণী মানুষ। জ্ঞানে, প্রতিষ্ঠায় এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সমাজের বহুদিক আলোকিত করেছেন। প্রশাসন, রাজনীতি, ব্যবসা, চিকিৎসা, শিক্ষা, রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন ক্ষেত্রে তাদের গৌরবোজ্জ্বল উপস্থিতি রয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে শতবর্ষ উদযাপন কর্মসূচি উদ্বোধন করা হয়। পরে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি বাগমারা বাজার জিরো পয়েন্ট ও বাগমারা বাইপাস সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। র্যালি শেষে স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মোনাজাত, কেক কাটা ও ফানুস উড়ানো হয়।
শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ারের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধমিক) মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ঢাকাস্থ ব্যবসায়ী মোহাম্মদ কামাল হোসেন। স্মৃতিচারণ করেন লালমাই উপজেলা পরিষরেদর চেয়ারম্যান আবদুল মালেক, সিএ একেএম আমিনুল ইসলাম, লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, প্রফেসর মোঃ ফরহাদুল ইসলাম ভুঁইয়া, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমেদ, কুমিল্লা সদর হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালটেন্ট ডাঃ অমৃত কুমার দেবনাথ, পুলিশ সুপার (এসবি) মোহাম্মদ হায়াতুন্নবী, ঢাকাস্থ লালমাই উপজেলা সমিতির সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম মহানগর দায়রা জজ (সিলেট) মোঃ দিদার হোসাইন।
আনন্দ র্যালিতে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ইংরেজি শিক্ষক মোঃ নুরুল ইসলাম, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল হক মুন্সী, কৃষি ব্যাংকের সাবেক এজিএম সুরেশ চন্দ্র সূত্রধর, বিশিষ্ট শিল্পপতি মামুনুর রশিদ, কাজী মানিক, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম সওদাগর, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন (ইউনিভার্সেল কামাল), লালমাই সরকারি কলেজের প্রদর্শক অমর কৃষ্ণ বনিক মানিক, ওসি মোঃ শাহজাহান, ফরেস্টার মোঃ দেলোয়ার হোসেন, লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ শাহ আলম, ঢাকাস্থ ব্যবসায়ী আর.ডি রনি, নায়েমের সহকারি পরিচালক মোঃ আয়াত আলী, বাগমারা দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, অগ্রনী ব্যাংকের এজিএম মোঃ হুমায়ুন কবির, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধমিক) মোঃ হাবিবুর রহমান, অর্থমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) মিজানুর রহমান, ব্যবসায়ী হানিফ আহমেদ, শিক্ষা ক্যাডার কর্মকর্তা মোঃ আকতার হোসেন, বাগমারা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) এর ডোমেস্টিক ট্যুরিজম বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাহবুব হোসাইন সুমন, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান, লালমাই উপজেলা যুবলীগ নেতা কামরুল হাসান ভুট্টু, বাগমারা বাজারস্থ সেবা ডেন্টাল কেয়ারের স্বত্তাধিকারী ডেন্টিষ্ট মফিজুল ইসলাম মুন্না, ইসলামি ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আবদুল বাতেন, এনসিসি ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মোঃ জসিম উদ্দিন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ মজুমদার, সাউথ ইষ্ট ব্যাংক কর্মকর্তা নূরে আলম রাসেল, লোটাস কামাল গ্রুপের লালমাই ইনচার্জ মনির হোসেন সুমন, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবদুল হান্নান মিয়াজী, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, গ্লোবাল ইসলামি ব্যাংক কর্মকর্তা সুব্রত চন্দ্র দাস, প্রাইম ব্যাংক কর্মকর্তা সাইফুল ইসলাম, বাগমারা বাজারস্থ স্যামসাং শো রুমের স্বত্তাধিকারী সফিউল হক হারেস, উপ-সহকারি ভুমি কর্মকর্তা মোকতার হোসেন, বাগমারা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আবদুল মুমিন, বেসিক ব্যাংক কর্মকর্তা তানজিলুর রহমান, মাঈন উদ্দিন মহিন, এএসপি গোলাম মহি উদ্দিন উজ্জল, লালমাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বিসহ সহস্রাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে র্যালি ও কেক কাটায় অংশগ্রহণ করেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন বাগমারা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ, লালমাই উপজেলা আওয়ামীলীগের সদস্য হুমায়ুন কবির মজুমদার, এপিপি এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির মির্জা।