জাফর আহমদ ।। মহামারি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সহায়তা দানের ভিন্ন নমুনা পাওয়া গেছে।
জানাযায়, কুমিল্লা জেলার লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ও ৪নং ওয়াডের ইউপি সদস্য শফিকুর রহমান তার নিজ এলাকার হতদরিদ্রদেরকে নিজ অর্থায়নে সহযোগিতার নতুন কৌশল গ্রহন করে আলোড়ন সৃষ্টি করেছেন। সম্প্রতি লাল শাকের আটির ভিতর ৫০০ টাকার নোট দিয়ে সেচ্ছায় এক মুঠো লাল শাক গ্রহণ কারিদের মাঝে ঐ আলোড়ন সৃষ্টি হয়।
এক মুঠো লাল শাক দিয়ে আর কি হবে তাই অনেকেই নিতে চায়নি। কিন্ত এক মুঠো হলেও হোক তাও খাওয়া যাবে এই ভেবে যারা ঐ লাল শাক গ্রহন করেছেন তারা সবাই ঘরে নিয়ে লাল শাক খুলতেই দেখা যায় তার ভিতরে ৫০০ টাকার নোট। আনন্দে আতœহারা হতদরিদ্র পরিবার। শুভ কামনা শফিকুর রহমানের জন্য। সকল বিত্ববান ব্যাক্তিবর্গ এগিয়ে এলে কষ্ট হবেনা বাংলার মেহনতি মানুষের।
error: এইগুলা ঠিক নাহ, অন্যের পোষ্ট চুরি করতে আসছেন!