স্টাফ রিপোর্টার: লালমাই উপজেলায় কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘লালমাই রিপোর্টার্স ইউনিটি’র আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে ৩ বছর মেয়াদে সংগঠনটির ১১ সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করেন লালমাই প্রেস ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক একুশের সংবাদ এর সম্পাদক ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার।
কমিটিতে দৈনিক আমাদের নতুন সময়ের লালমাই প্রতিনিধি মোঃ কামাল হোসেন কে সভাপতি, লালমাই প্রেস ডটকমের সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালেহ কে সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের লালমাই প্রতিনিধি মোঃ মাসুদ রানা কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি দৈনিক মানবজমিনের লালমাই প্রতিনিধি জহিরুল ইসলাম জহির, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক জনতার লালমাই প্রতিনিধি রুহুল আমিন, অর্থ বিষয়ক সম্পাদক দৈনিক আমাদের কুমিল্লা’র লালমাই প্রতিনিধি গাজী মামুন, দপ্তর সম্পাদক লালমাই বার্তার স্টাফ রিপোর্টার কাজী ইয়াকুব আলী নিমেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক তরুণ কন্ঠের লালমাই প্রতিনিধি আলমগীর হোসেন অপু, নির্বাহী সদস্য বাংলা ট্রিবিউনের লালমাই প্রতিনিধি ইমাম হোসাইন, ভোরের খবর২৪ ডটকমের সম্পাদক ইকবাল হোসেন।
বৃহস্পতিবার রাতেই সংগঠনের সভাপতি মো: কামাল হোসেনের নেতৃত্বে সাংবাদিক নেতারা অর্থমন্ত্রীর ছোট ভাই, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ারের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।