লালমাই মুক্ত দিবস পালন করা হউক

214

স্টাফ রিপোর্টার ।। ১১ ডিসেম্বর বৃহত্তর লাকসাম হানাদার মুক্ত দিবস। সেই হিসেবে লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে প্রতিবছর ১১ ডিসেম্বর মুক্ত দিবস পালন করা হয়। ২০০৫ সালের পূর্ব পর্যন্ত লালমাই উপজেলার মুক্তিযোদ্ধারাও লাকসামের সাথে মুক্ত দিবস পালন করতেন। কিন্তু ২০০৫ সালে বিএনপি-জামায়াত সরকারের সময়ে লাকসামের একাংশ (পেরুল, বাগমারা, বেলঘর ও ভুলইন) ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার একাংশ নিয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা গঠিত হওয়ায় উপজেলা ভিত্তিক মুক্ত দিবস পালন বন্ধ হয়ে যায়।

২০১৭ সালে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির প্রচেষ্টায় লালমাই উপজেলা গঠিত হলেও লালমাই হানাদার মুক্ত দিবস পালন করা হচ্ছে না।

লালমাই উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন বলেন, লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর উদ্যোগে ২০২১ সাল থেকে ১১ ডিসেম্বর মুক্ত দিবস পালন শুরু করবো ইনশাল্লাহ।