লালমাই থানা পুলিশের ৭ই মার্চ ও উন্নয়নশীল দেশে উত্তরণে আনন্দ উদযাপন

224

রিয়াজ উদ্দিন।। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মোটর শোভাযাত্রা, কেক কাটা, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সস্প্রচার, বাংলাদেশ পুলিশ সদর দপ্তর কর্তৃক নির্মিত উন্নয়ন চিত্র প্রদর্শনী, জাতিসংঘ মহাসচিবের স্বীকৃতি ভাষণ সম্প্রচার, প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঐতিহাসিক ৭ই মার্চ এবং এলডিসি থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে লালমাই থানা পুলিশ। ৭ই মার্চ রবিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুবের নেতৃত্বে পুলিশ সদস্যরা রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ এর অস্থায়ী কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিৃকতিতে পুষ্পস্তবক অর্পন করেন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদারসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকাল ৩টায় ছোট শরীফপুর ডিগ্রী কলেজ মিলনায়তনে ৭ই মার্চ এবং এলডিসি থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশের উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে লালমাই থানার উদ্যোগে আনন্দ আয়োজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ প্রশান্ত পাল, লালমাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, কমিউনিটি পুলিশিং এর লালমাই উপজেলা কমিটির সভাপতি (প্রস্তাবিত) প্রফেসর আনোয়ার উল্যাহ মজুমদার, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম ভুঁইয়া, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, ভুলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান একরামুল হক, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, বেলঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মজুমদার, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্যাহ, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আবদুল মোতালেব।

ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলামের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ জাকির হোসেন, সহকারি অধ্যাপক মাওলানা আবদুল বারী, প্রভাষক রঞ্জন সাহা, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, আবদুল মালেক,

কমিউনিটি পুলিশিং এর লালমাই উপজেলা কমিটির সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) রুহুল আমিন, লালমাই উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর মোঃ সালেহ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আকতার হোসেন পারভেজ, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মজুমদার, ভুলইন ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ, উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু, পেরুল দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম, ভুলইন দক্ষিণ যুবলীগের আহবায়ক হারুনুর রশিদ, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন, ভুলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক প্রভাষক আমান উল্যাহ আমান, যুগ্ম আহবায়ক মাছুম বিল্লাহ, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রাব্বি, ছোট শরীফপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের আহবায়ক ফয়সাল মাহমুদসহ লালমাই উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আলোচনা সভায় মাননীয় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এফসিএ লোটাস কামাল এমপি মহোদয় টেলিকনফারেন্সে সংযোগ হয়ে উপস্থিত সকলকে সালাম ও শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশ পুলিশ কে ধন্যবাদ জানান ।