লালমাই থানা পরিদর্শনে কুমিল্লা জেলা প্রশাসক

239

বাগমারা দক্ষিণ সংবাদদাতা ।। কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীর ৭ ডিসেম্বর লালমাই থানা পরিদর্শন করেছেন। সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসক থানায় পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব। পরে তাকে থানা পুলিশ সদস্যরা গার্ড অব অনার দেন।

এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) শারমিন আরা। পরিদর্শনকালে জেলা প্রশাসক জানান, দ্রুততম সময়ে লালমাই থানা কমপ্লেক্স এর  জমি অধিগ্রহন কার্যক্রম সম্পন্ন হবে।