লালমাই ক্লাব’র কমিটি গঠন

215

স্টাফ রিপোর্টার ।। লালমাই ক্লাব নামে সামাজিক ও অরাজনৈতিক একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। গত ১লা নভেম্বর বাগমারা বাজারস্থ একটি অফিসে সংগঠনটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ৯ ডিসেম্বর বাগমারা ব্যাডমিন্টন ক্লাবে অনুষ্ঠিত ২য় সভায় সর্বসম্মতিক্রমে লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদারকে সভাপতি, চলন কলেজের সহকারি অধ্যাপক রুহুল আমিন কে সাধারণ সম্পাদক, লালমাই সরকারি কলেজের প্রদর্শক অমর কৃষ্ণ বনিক মানিককে সাংগঠনিক সম্পাদক, বাগমারা বাজারের বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ শাহ আলমকে কোষাধ্যক্ষ ও প্রকৌশলী আলী আকবর কে দপ্তর সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করা হয়েছে। সংক্ষিপ্ত কমিটির নেতারা আলোচনা সাপেক্ষে আগামী তিন মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করার কথা রয়েছে।