কাজী নিমেল: শনিবার (২৬ আগস্ট) লালমাই উপজেলা যুব ঐক্য পরিষদের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পঙ্কজ কান্তি ভৌমিক কে আহবায়ক ও রিপন দাস কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করে কুমিল্লা জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি শ্রী সুমন রায় ও সাধারণ সম্পাদক শ্রী বিশ্বতম সাহা বিশু।
কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক প্রদীপ মজুমদার, শিমুল বড়ুয়া, সদস্য অন্তর চন্দ্র ভৌমিক, স্বপন চন্দ্র দাস, সুমন সিংহ, শিমুল রায় চৌধুরী, বিদ্যুৎ চন্দ্র ভৌমিক, তমাল চন্দ্র দাস, হৃদয় সিংহ, সোহাগ দাস, সজীব সূত্রধর, রবীন্দ্র চন্দ্র দাস, সবুজ বণিক।