বাগমারা দক্ষিণ সংবাদদাতা ।। লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের ৯ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১০ জানুয়ারি সকালে লালমাই উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানদের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষনা করা হয়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আমিনুল হকের সভাপতিত্বে সভায় ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা আবদুল মান্নানসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। সভায় মুক্তিযোদ্ধার সন্তানদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ। এসময় লালমাই উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু ও লালমাই উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল হান্নান মিয়াজীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটিতে বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, বাগমারা বাজারস্থ মুক্তিযোদ্ধা টাইলস এন্ড সেনিটারী’র স্বত্তাধিকারী, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেকের সন্তান মোঃ জাবেদুর রহমান রুবেল কে আহবায়ক, ওমর ফারুক (বেলঘর দক্ষিণ) ও আলমগীর হোসেন (ভুলইন উত্তর) কে যুগ্ম আহবায়ক, বিপ্লব, গোলাম কিবরিয়া, শেখ সাদী, পরিমল, রেজাউল হোসেন, মেহেদী হাসান কে সদস্য করা হয়েছে।