স্টাফ রিপোর্টার ।। লালমাই উপজেলা ক্লাব’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও পঞ্চম বর্ষে পদার্পন উপলক্ষে ২৬ মার্চ সন্ধ্যায় বাগমারা বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে কেক কাটেন লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লা, আবদুল মালেক, লালমাই উপজেলা ক্লাব’র প্রতিষ্ঠাতা সভাপতি যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন জয় প্রমুখ।
এর আগে শুক্রবার বিকালে ৪র্থবর্ষপূর্তি উপলক্ষে বাগমারা বাজার জিরো পয়েন্টে ক্লাবের সদস্যরা ফ্রী ব্লাড গ্রুপিং ও মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেন। সেই কর্মসূচিতে উল্লেখিত অতিথিরা ছাড়াও উপস্থিত ছিলেন লালমাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহজাহান মজুমদারসহ ক্লাব সদস্যরা।
উল্লেখ্য ২০১৭ সালের ২৬ মার্চ সততা, একতা, আধুনিকতায় ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে একঝাঁক তরুণ ও মেধাবীকে নিয়ে লালমাই উপজেলা ক্লাব (লালমাই ক্লাব) প্রতিষ্ঠা করেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক, লালমাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী কাজী কামরুল হাসান ভ্ট্টুু। সেই দিন সাবেক পরিকল্পনামন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পরই ক্লাবটির আত্মপ্রকাশ ঘটে। গত ৪ বছরে জাতীয় দিবস পালনসহ ক্লাব সদস্যদের সামাজিক কর্মকান্ড সকলের দৃষ্টি কেড়েছে। বিশেষ করে বাগমারা বাজারসহ উপজেলার সকল বাজারের সাইনবোর্ডে উপজেলার নাম সদর দক্ষিণ মুছে লালমাই লিখা, বাগমারা বাজারের ড্রেন পরিষ্কার, করোনায় দুস্থদের খাদ্য সহায়তা, করোনা আক্রান্তদের পরীক্ষা করাতে সহায়তা, করোনা টীকার প্রথম ডোজ গ্রহনে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন ও ফ্রী মাস্ক বিতরণ।