লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন

226

স্টাফ রিপোর্টার ।। লালমাই উপজেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ৮ ডিসেম্বর মঙ্গলবার সকালে ক্রীড়া সংস্থার ১২ নং অনুচ্ছেদ ও সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামকে সভাপতি ও বাগমারা বাজারের হোমিও চিকিৎসক ডাঃ মোঃ শাহ আলম কে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষনা করা হয়।

এ কমিটিতে সহ-সভাপতি লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব, বাগমারা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, আর ডি রনি, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে পেরুল উত্তর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পেরুল দক্ষিণ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ডালিম, মোঃ কাউছার আহমেদ, কোষাধ্যক্ষ ওবায়দুল হান্নান।

এ ছাড়া নির্বাহী সদস্য পদে স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার উল্যাহ, শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ জাহানারা খানম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসান আকতার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা উপন্যাস চন্দ্র দাস, এমদাদুল হক মজুমদার, বাগমারা দক্ষিণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান হোসেন, আলীশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ জ ম ইউসুফ জামিল, প্রকৌশলী আলী আকবর, ব্যবসায়ী মোজাম্মেল হক, মোঃ হুমায়ুন কবির, মোঃ আবদুস সাত্তার, প্রদীপ কুমার মজুমদার, মাকসুদা সফি নাজ আক্কাস, বিউটি রানী সিংহ রয়েছেন।