লালমাই উপজেলা কৃষকলীগের কমিটি গঠন

249

স্টাফ রিপোর্টার ।। বাংলাদেশ কৃষকলীগের লালমাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বাগমারা বাজারস্থ সার ও কীটনাশক ব্যবসায়ী হানিফ মজুমদারকে আহবায়ক, বাগমারা দক্ষিণ ইউনিয়নের মহেশপুর গ্রামের কৃষক নেতা আবুল হাসেম মীরকে ১নং যুগ্ম আহবায়ক এবং জেলা কৃষকলীগের সদস্য, লালমাই প্রেসক্লাবের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু জাফর মোঃ সালেহ কে সদস্য সচিব করা হয়েছে। গত ১৫ ফ্রেবুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকলীগের সভাপতি নির্মল পাল ও সাধারণ সম্পাদক লুৎফুল বারী চৌধুরী এই কমিটি অনুমোদন করেন। এর আগে লালমাই উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি এম এ হামিদ ও সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ’র দিক নির্দেশনায় ২৮ জানুয়ারি বিকালে বাগমারা বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত কৃষকলীগের সভায় প্রস্তাব সমর্থনের ভিত্তিতে আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন-যুগ্ম আহবায়ক মোঃ মজিবুল হক (শিকারীপাড়া), আবদুল আউয়াল (আমুয়া), সদস্য লালমিয়া (চেঙ্গাহাটা), মোঃ হারুন অর রশিদ (বেতিয়াপাড়া), মোঃ আবদুল মান্নান (বলি পদুয়া), শহিদ উল্যাহ (মহেশপুর), মোঃ জাকির হোসেন (ভোরা), নুরুন্নবী মজুমদার (কাঁকসার), দেলোয়ার হোসেন দুলাল (পূর্ব পেরুল), অলিউর রহমান (পেরুল), আবদুল ওহাব (বেতাগাঁও),আবুল কাসেম বাবুল (কিসমত চলুন্ডা), মোঃ আমজাদ হোসেন (মধুশ্চর), মোঃ শাকিল আহাম্মদ (উত্তর নুরপুর), অহিদুর রহমান (মগের কলমিয়া), মোঃ নুরুল হক (বারাইপুর), মোঃ মিজানুর রহমান (ইছাপুরা), মোঃ রুহুল আমিন (চৌদ্দদনা), মোঃ মোবারক হোসেন (বিছনাখোলা) ও এসাক মিয়া (রাজসা)।