জহিরুল ইসলাম জহির ।। লালমাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পীর পরিবারের পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সকলেই পারিবারিক আইসোলেশনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: জয়াশীষ রায়।
জানা যায়, করোনা ভাইরাসের প্রার্দুভাব দেখা দেওয়ার পর থেকে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির নির্দেশে উপজেলা আওয়ামীলীগের পক্ষে অন্যান্য নেতৃবৃন্দের সাথে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পী ও তার ভাই উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু খাদ্য সামগ্রী নিয়ে হতদরিদ্রদের পাশে দাঁড়িয়েছেন। অনুমান করা হচ্ছে খাদ্য সামগ্রী বিতরণসহ সামাজিক কর্মকান্ডের সময়ে করোনা পজিটিভ কোন রোগীর সংস্পর্শে যাওয়ায় তারা সংক্রমিত হয়েছেন।
গত ১৮ জুন যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টুর করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর ২৫ জুন আওয়ামীলীগ নেতা কাজী মেহেদী হাসান বাপ্পী, তার স্ত্রী সাদিয়া আফরোজ স্মৃতি, শিশু কন্যা কাজী আবিহা বিনতে হাসান ও সাদিয়া আফরোজের মায়ের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এর আগে অর্থমন্ত্রীর বড় ভাই লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হামিদ ও ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ারসহ মন্ত্রীর পরিবারের ৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ২৪ জুন গোলাম সারওয়ারের ২য় নমুনা নেগেটিভ এসেছে।
এছাড়া লালমাই উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্যাহও করোনায় আক্রান্ত হয়ে পারিবারিক আইসোলেশনে রয়েছেন।
লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়াশীষ রায় বলেন, আওয়ামীলীগ নেতা বাপ্পীর পরিবারের ৫জন আক্রান্ত। তাদের বাড়ী লক ডাউন করে পারিবারিক আইসোলেশন নিশ্চিত করা হয়েছে। তবে আক্রান্তদের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।
উল্লেখ্য ২৬ জুন পর্যন্ত লালমাই উপজেলায় মোট ৪০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে রিপোর্ট এসেছে ৩৫৫ জনের। করোনা সনাক্ত হয়েছে ৪২জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৪জন। সুস্থ হয়েছেন ৫জন।