লালমাইয়ে ৪ মাদ্রাসা শিক্ষার্থীকে আর্থিক অনুদান

468

অনলাইন ডেস্ক  ।।  লালমাই উপজেলার ৪জন মেধাবী মাদ্রাসা শিক্ষার্থী সরকারিভাবে ২৩ হাজার টাকা অনুদান পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম নিজ কার্যালয়ে শিক্ষার্থীদের হাতে অনুদানের এই অর্থ হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা প্রকৌশলী উজ্জল চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলার সিএ সাইফুল ইসলাম প্রমুখ।

অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন হলদিয়া উসমানিয়া মহিলা মাদ্রাসার ছাত্রী ফাতেমা, উম্মে হাবিবা, সুমাইয়া আক্তার ও পিপুলিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী উম্মে হাবিবা।