লালমাইয়ে ২শতাধিক নৃতাত্বিক শিক্ষার্থীকে সহায়তা

595

স্টাফ রিপোর্টার  ।।  লালমাই উপজেলার ২শ ৩০জন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা হিসেবে শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

১৫ মে শুক্রবার সকালে উপজেলার আলীশ্বর শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে শিক্ষার্থীদের হাতে এসব উপকরণ তুলে দেন বিতরণ অনুষ্ঠানের সভাপতি লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সচিব কেএম সিংহ রতন ও লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব।

এসময় আরো উপস্থিত ছিলেন পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার, আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ কর্মবীর জিনানন্দ মহাথেরু ও বৌদ্ধ ধর্মীয় নেতা জোতিষ সিংহ প্রমুখ।

উল্লেখ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা হিসেবে এ উপজেলার নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর ৩০ শিক্ষার্থীকে বাইসাইকেল, ১শ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও ১শ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।