রিয়াজ উদ্দিন।। মুজিববর্ষ উপলক্ষ্যে ২৩শে মে (রবিবার) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় লালমাই উপজেলার রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও যুক্তিখোলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি লালমাইয়ের ২টিসহ সারাদেশের ১১০টি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ৩০ টি বন্যা আশ্রয়কেন্দ্র, ৩০ টি জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্যকেন্দ্র ও ০৫ টি মুজিব কিল্লা উদ্বোধন করেন।
ভার্চ্যুয়ালি উদ্বোধনকালে রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব, অর্থমন্ত্রীর এপিএস কে এম সিংহ রতন, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম ও নারীনেত্রী মাহমুদা আক্তারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।