লালমাইয়ে স্বাস্থ্য সেবায় পল্লী এ্যাম্বুলেন্স

224

স্টাফ রিপোর্টার ।। লালমাই উপজেলা প্রশাসন ও পল্লী সঞ্চয় ব্যাংক সদর দক্ষিণ শাখার আয়োজনে পল্লী সঞ্চয় ব্যাংক এর সমিতির সদস্যদের মাঝে পল্লী এ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠান ভার্চুয়ালী উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। সরকারের স্বাস্থ্য সেবা জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে পল্লী সঞ্চয় ব্যাংকের এই পল্লী এ্যাম্বলেন্স সার্ভিস। গত ২৯ নভেম্বর ইউএনও মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া আক্তার, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, মৎস্য কর্মকর্তা মোঃ মহিউদ্দিন আহমেদ, বন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন শিকদার, সহকারী কৃষি কর্মকর্তা মৃনাল মজুমদার, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম, আইয়ুব আলী, এজিএম সফিকুর রহমান, আবদুর রহিম, আবদুল মন্নান মনু, পল্লী সঞ্চয় ব্যাংক কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা মুনতাজের রাশেদীন, সদর দক্ষিণ শাখা ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, জুনিয়র অফিসার ফরিদ উদ্দিন, আইমেন আক্তার, রোকনুজ্জামান খান প্রমুখ।