লালমাইয়ে স্কুল মাঠে কাঁচা বাজার

300

স্টাফ রিপোর্টার
লালমাই উপজেলার সবচেয়ে বড় বাজার বাগমারা বাজার ও ভুশ্চি বাজার। নিত্য প্রয়োজনীয় সব পণ্য কিনতে প্রতিদিন বাজার দুটিতে ভিড় করেন স্থানীয়রা। তাই করোনা প্রতিরোধে নিরাপদ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বাজার দুটিকে সংলগ্ন স্কুল মাঠে স্থানান্তর করা হয়েছে।

সরকারি নির্দেশনা ও উপজেলা নোবেল করোনা ভাইরাস কমিটির সিদ্ধান্ত অনুসারে ১২ এপ্রিল বিকালে লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত এক আদেশে বাগমারা কাঁচা বাজারকে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এবং ভুশ্চি কাঁচা বাজারকে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে সাময়িকভাবে স্থানান্তর করেন। এছাড়া বাগমারা মাছ বাজারের একাংশ রেললাইন সংলগ্ন সরকারি সেটে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার সকল বাজারকে সংলগ্ন স্কুল/মাদ্রাসা মাঠে স্থানান্তর করা হবে। সাময়িক বাজার ব্যবস্থাপনা মনিটরিং করবেন স্থানীয় ইউপি চেয়ারম্যান, বাজার ইজারাদার ও বাজার ব্যবসায়ী সমিতির নেৃতৃবৃন্দ।

সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে দূরত্ব বজায় রেখে কাঁচা বাজারের দোকানগুলো বসেছে। ক্রেতারাও মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে খরচ করছেন।