সংবাদদাতা: লালমাই উপজেলার বাগমারা বাজারের ব্যবসায়ী মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন পারিবারিক সংগঠন সিরাজ মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে করোনায় দুরাবস্থায় গরীব–অসহায় মানুষের মাঝে চাল, ডাল, তেল, সাবান ও আলুসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন। সকালে বাগমারা বাজার ও তার নিজ গ্রাম পশ্চিম নোয়াগাঁও সহ উপজেলার বিভিন্ন গ্রামের ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
মহামারী দূর্যোগ করোনায় সারাদেশের ন্যায় লালমাইতেও লকডাউন চলছে। এ অবস্থায় দৈনন্দিন খেটে খাওয়া মানুষ যাতে দূর্ভোগে না পড়ে সে জন্য প্রধানমন্ত্রীর অসহায়দের পাশে দাড়ানোর নির্দেশমতে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ ব্যাপারে আমিনুল হক আমিন বলেন, আমার উপজেলার কোন মানুষ যাতে অভুক্ত না থাকে সে জন্য আমি নিজ উদ্যোগে ও নিজ অর্থায়নে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আগামীদিনেও আমরা যেকোন দূর্যোগে মানুষের পাশে থাকবো বলে জানান তিনি।
error: এইগুলা ঠিক নাহ, অন্যের পোষ্ট চুরি করতে আসছেন!