লালমাইয়ে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

211

স্টাফ রিপোর্টার ।। লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের সেলিমুর রহমানের পুত্র হরিশ্চর চৌরাস্তা বাজারের মেসার্স সেলিম পোল্ট্রির মালিক এক বছরের সাজাপ্রাপ্ত আসামী নাইমুর রহমান সবুজ কে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে লালমাই থানার এএসআই অর্জুন সঙ্গীয় ফোর্স নিয়ে হরিশ্চর বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করে।
সেলিম পোল্ট্রির মালিক নাইমুর রহমান সবুজ দীর্ঘদিন ধরে কুমিল্লা জাঙ্গালিয়াস্থ সাইফুল পোল্ট্রি থেকে বাকী নগদে খাদ্য ক্রয় করে আসছেন। গত তিন বছর আগে ৪৮ লক্ষ টাকা বকেয়া থাকাবস্থায় সবুজ খাদ্য ক্রয় করা বন্ধ করে দেন। সাইফুল পোল্ট্রি থেকে বারবার বলার পরও বকেয়া টাকা পরিশোধ করেননি। নাইমুর বকেয়া টাকা পরিশোধের জন্য সময় চেয়ে সাইফুল পোল্ট্রির নামে একটি ব্যাংক চেক দেন। চেকে উল্লিখিত তারিখে গিয়ে দেখা যায়, তার ব্যাংক হিসাবে কোন টাকা নেই। চেকটি ডিজওনার হয়। পরবর্তীতে লিগ্যাল নোটিশ করার পরও টাকা পরিশোধ না করায় সাইফুল পোল্ট্রির মালিক মোঃ ওয়ালিউল্যাহ এন, আই, এ্যাক্টের ১৩৮ধারায় নাইমুর রহমানের বিরুদ্ধে কুমিল্লার আদালতে একটি মামলা (দায়রা নং ২৭৫/২০২০, সিআর নং ৪৫৮/১৯) দায়ের করেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই মামলায় নাইমুর রহমানের এক বছরের সাজা হয় এবং চেকে উল্লেখিত অর্থ পরিশোধের নির্দেশ দেন বিচারক।