লালমাইয়ে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার অনুষ্ঠিত

209

আমান নূর ।। লালমাইয়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার উপজেলা সমাজসেবা অফিসার (অতি:) উপন্যাস চন্দ্র দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বিকম, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ফারহানা আমিন, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ আইয়ুব, উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, বাগমারা বিশ শয্যা হাসপাতালের আর এম ও আনোয়ার উল্যাহ, সোনালী ব্যাংকের ম্যানেজার ছোটন চন্দ্র দাস। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, লালমাই প্রেসক্লাব সভাপতি শাহজাহান মজুমদার, সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ সকল ইউপি চেয়ারম্যান ও সরকারি অফিসারগণ।

অনুষ্ঠান শেষে পল্লী মাতৃকেন্দ্রে সুদ মুক্ত ঋণ বিতরন করা হয়।