স্টাফ রির্পোটার: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে লালমাই উপজেলায় আয়োজিত প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বিভিন্ন ইভেন্টে লালমাই উপজেলার স্কুল, কলেজ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে লালমাই উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই প্রতিযোগিতা বাস্তবায়ন করে।
শিক্ষা প্রতিষ্ঠান: স্কুল পর্যায়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ, কলেজ পর্যায়ে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ ও মাদ্রাসা পর্যায়ে হলদিয়া উসমানিয়া মহিলা আলিম মাদ্রাসা লালমাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নিবাচিত হয়েছে।
শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান: কলেজ পর্যায়ে ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: ফারুকুল ইসলাম ভুঁইয়া, মাদ্রাসা পর্যায়ে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ও স্কুল পর্যায়ে প্রেমনল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী লালমাই উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক: স্কুল পর্যায়ে বাগমারা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির, কলেজ পর্যায়ে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের সিনিয়র প্রভাষক রওশন আরা সুলতানা ও মাদ্রাসা পর্যায়ে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারি মৌলভি সিব্বির আহম্মদ লালমাই উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ শিক্ষার্থী: স্কুল পর্যায়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ’র শিক্ষার্থী খন্দকার জাবির হোসাইন, কলেজ পর্যায়ে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের শিক্ষার্থী তিশারানী পাল ও মাদ্রাসা পর্যায়ে আশকামতা মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী সামিরা আফরিন লালমাই উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
এছাড়া লালমাই উপজেলার শ্রেষ্ঠ বিএনসিসি নির্বাচিত হয়েছেন বাগমারা উচ্চ বিদ্যালয় এর আনন্দ চন্দ্র শীল, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ ও শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ নির্বাচিত হয়েছে বাগমারা উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক নির্বাচিত হয়েছেন বাগমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: মনির হোসেন।
লালমাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আকতার বলেন, বিভিন্ন ইভেন্টে লালমাই উপজেলায় শ্রেষ্ঠদের নাম জেলায় প্রেরণ করা হয়েছে।