স্টাফ রিপোর্টার: জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ উপলক্ষে লালমাই উপজেলার শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে দক্ষিণ কুমিল্লার সেরা বিদ্যাপীঠ হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে লালমাই উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক পরিচালিত প্রতিযোগিতায় বিদ্যালয়টিকে উপজেলার শ্রেষ্ঠ স্কুল হিসেবে চূড়ান্ত করে জেলায় নাম প্রেরণ করা হয়েছে।
শ্রেষ্ঠ শিক্ষার্থী ক্যাটাগরিতেও স্কুল পর্যায়ে হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ’র দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খন্দকার জাবির হোসাইন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
১৯৪৯ সালে প্রতিষ্ঠিত উপজেলার এ বিদ্যালয়টি লেখাপড়া, খেলাধুলা, সাংস্কৃতিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি তথা শিক্ষার পরিবেশ এবং শিক্ষক ও পরিচালনা পর্ষদের সুনির্দিষ্ট মেধাবী নেতৃত্বের এক বিরল দৃষ্টান্ত। এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে অনেকেই রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতেছেন। দেশের নামকরা মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সুনামের সাথে কর্মরত রয়েছেন।
বিদ্যালয়টিতে স্কুল শাখায় ১হাজার ৪শ ৩০জন শিক্ষার্থী ও কলেজ শাখায় ৩শ ৪৩জন শিক্ষার্থী অধ্যায়ন করছে। আর স্কুল শাখায় ২৬জন ও কলেজ শাখায় ১৫জন শিক্ষক দায়িত্ব পালন করতেছে।
স্কুল ক্যাটাগরিতে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্কুল এন্ড কলেজটির গর্ভনিং বডির সভাপতি, অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির এপিএস কেএম সিংহ রতন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইলিয়াছ কাঞ্চন ও গর্ভনিং বডির সদস্য হাজী লোকমান হোসেন।