স্টাফ রিপোর্টার: লালমাই উপজেলার শ্রেষ্ঠ উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার মনোনীত হয়েছেন বেলঘর উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের এসএসিএমও সঞ্জয় চন্দ্র পাল। বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ১১ জুলাই উপজেলা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তাকে শ্রেষ্ঠ উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসারের সম্মাননা স্বারক ও প্রশংসাপত্র তুলে দেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক ও লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম। এসময় লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, সহকারি কমিশনার (ভুমি) নাছরিন আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: খলিলুর রহমানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সঞ্জয় পাল বাগমারা দক্ষিণ ইউনিয়নের পশ্চিম অশ্বথতলার যদু ভুষণ পাল ও অর্চ্চনা রাণী পালের সন্তান। ২০১৯ সালের ২ মে তিনি দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সাল থেকে বেলঘর উত্তর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সুনামের সহিত দায়িত্ব পালন করতেছেন।