লালমাইয়ে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট দিচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা

192

স্টাফ রিপোর্টার ।। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রণীত ‘অন্তবর্তীকালীন পাঠ পরিকল্পনা’ অনুসারে লালমাই উপজেলায় প্রাথমিকের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট দিচ্ছেন শিক্ষকরা। গত ২৫ মে থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখায় ব্যস্ত রাখতে ও ঝরে পড়া রোধে অনলাইন ক্লাসের পাশাপাশি শিক্ষকরা এই কর্মসূচি শুরু করেছেন। উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানমের দিকনির্দেশনায় এবং সহকারি শিক্ষা অফিসার সাইফুল ইসলাম ও ইব্রাহিম খলিলের পরামর্শে স্ব-স্ব স্কুলের শিক্ষকরা ক্যাচমেন্ট এরিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছেন।
২৭ মে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব কে বাগমারা বাজারস্থ পূর্ব অশ্বথতলা মৌজায় শিক্ষার্থীদের মাঝে ওর্য়াকশীট বিতরণ করতে দেখা যায়। ওই স্কুলের অন্যান্য শিক্ষকরাও ক্যাচমেন্ট এলাকার ৫শতাধিক শিক্ষার্থীর কাছে ওয়ার্কশিট পৌঁছে দিয়েছেন।
গত ২৭ ও ২৯ মে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সিনহার নেতৃত্বে শিক্ষকরা স্কুলের ৩শতাধিক শিক্ষার্থীর বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট পৌঁছে দিয়েছেন।
গত ২৭ মে বিকালে ছোট শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ কে ভুশ্চি ও সহকারি শিক্ষক আবদুল্লাহ আল মামুন কে কাঁছিয়াপুকুরিয়া গ্রামের শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ওয়ার্কশিট পৌঁছে দিতে দেখা গেছে।
এছাড়া গত এক সপ্তাহে উপজেলার ভুলইন সরকারি প্রাথমিক বিদ্যালয়, কনকশ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হরিশ্চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল স্কুলের শিক্ষকরা ওয়ার্কশিট বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন।