লালমাইয়ে রত্নগর্ভা মা জমিলা খাতুন আর নেই

196

স্টাফ রিপোর্টার ।। লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের দাপাড় গ্রামের ৭ সফল সন্তানের রত্নগর্ভা মা জমিলা খাতুন (৬৮) আর নেই। ১২ মার্চ শুক্রবার ভোর ৪টায় তিনি মেয়ে আয়েশার কুমিল্লা কান্দিরপাড়স্থ বাসায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না লিল্লাহে রাজিউন। ওইদিন বাদ আছর জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবদুল খালেক, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছেরসহ এলাকার গণ্যমাণ্য, গ্রামবাসী ও মরহুমের আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। এর আগে ২০০৪ সালের ৫ নভেম্বর শুক্রবার মরহুম জমিলা খাতুনের স্বামী, হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মৌলভি মোঃ আলী আকবর ইন্তেকাল করেছেন।
মরহুমের প্রথম সন্তান আবদুল মালেক (১৮ তম বিসিএস) কুমিল্লা সরকারি মহিলা কলেজে সহযোগী অধ্যাপক ও গনিত বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২য় সন্তান নুরজাহান বেগম লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের ভুশ্চি সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ৩য় সন্তান মোঃ আবদুল মোতালেব (২৪তম বিসিএস) কুমিল্লা সরকারি মহিলা কলেজে (সমাজকর্ম বিভাগে) সহকারি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ৪র্থ সন্তান মোঃ আবদুস সালাম কুমিল্লাস্থ মুন্সি ফারুক আহমেদ কলেজে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ৫ম সন্তান মোসাঃ আয়েশা আক্তার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে কর্মরত আছেন। ৬ষ্ঠ সন্তান ডাঃ মোঃ আবদুল আউয়াল (বিডিএস) চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে দন্ত চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। ৭ম সন্তান মোসাঃ রাজিয়া সুলতানা কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স ও ঢাকা ইডেন কলেজ থেকে মার্ষ্টাস সম্পন্ন করে চাকরির জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন।
উল্লেখ্য ২০১৯ সালের ৯ জানুয়ারি বেগম রোকেয়া দিবস উপলক্ষে জমিলা খাতুনকে সরকারিভাবে রতœগর্ভা মা হিসেবে জয়িতা’র সম্মাননা দেন তৎকালীন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াসির আরাফাত। ওই সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মরহুম জমিলা খাতুন একজন ধার্মিক নারী ছিলেন। নিজে অশিক্ষিত হলেও এই জয়িতা নারী তার সকল সন্তানকে উচ্চ শিক্ষা দিয়েছেন।