স্টাফ রিপোর্টার ।। বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পরিচয়দানকারী মো: সাগর বোগদাদী (৬৬) নামে একজন প্রতারক কে গ্রেফতার করেছে কুমিল্লার লালমাই থানা পুলিশ। ১৭ জুন রাতে পুলিশ উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দত্তপুর এলাকা থেকে তাকে আটক করে। সে কুমিল্লা কোতয়ালী থানাধীন ছোটরার মৃত ফজলুল খা বাগদাদীর ছেলে। গ্রেফতার কালে পুলিশ তার হেফাজত থেকে সোনাবাহিনীর মনোগ্রাম সম্বলিত আইডি কার্ড, ভিজিটিং কার্ড ও সোনাবাহিনীর নামীয় প্যাডে কিছু ভুয়া নিয়োগপত্র উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুরে লালমাই থানায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) প্রশান্ত পাল।
পুলিশ জানায়, প্রতারক সাগর বোগদাদী নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পরিচয় দিয়ে সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবিযুক্ত আইডি কার্ড (বিপি নং ৪৯০০৬৫২১৪৭) দেখিয়ে নিরীহ মানুষের মাঝে বিশ্বাস তৈরী করে। পরবর্তীতে সেনাবাহিনীর বিভিন্ন পদে ১১ জনকে নিয়োগ দেয়ার কথা বলে বিভিন্ন সময়ে লালমাই উপজেলার দত্তপুর গ্রামের হুমায়ন কবির, সেলিম আহমদ, জহিরুল ইসলাম জুয়েল, ওমর ফারুক, রোকসানা আক্তারসহ অন্যান্যদের কাছ থেকে ৪ লাখ ১০ হাজার ৬শ’ টাকা হাতিয়ে নেয়।
বুধবার সন্ধ্যায় প্রার্থীদের নিয়োগপত্র ও আইডি কার্ড সরবরাহের জন্য সে লালমাই উপজেলার দত্তপুর আসে। কিন্তু প্রতিশ্রুত পদের সঙ্গে আইডি কার্ডের পদ মিল না থাকায় ভুক্তভোগীদের বিষয়টি সন্দেহ হয়। পরে নিয়োগপত্রের বিষয়টি চ্যালেঞ্জ করলে প্রতারককে বহনকারী নোহা মাইক্রোবাসের চালক দ্রুত গাড়ি নিয়ে এলাকা ত্যাগ করে। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড, সেনাবাহিনীর প্যাডে ভুয়া নিয়োগপত্রসহ তাকে গ্রেফতার করে।
এঘটনায় ভুক্তভোগী দত্তপুর গ্রামের হুমায়ুন কবির বাদী হয়ে লালমাই থানায় প্রতারক বোগদাদীর বিরুদ্ধে ধারা ১৭০/১৭১/৪২০/৩৪ পেনাল কোড-এ একটি মামলা ( নং ০৬, তাং ১৮/০৬/২০২০ইং) দায়ের করেন।
লালমাই থানার ওসি মোহাম্মদ আইয়ুব জানান, দীর্ঘদিন ধরে ভুয়া লেফটেন্যান্ট জেনারেল পরিচয় দিয়ে ভুয়া নিয়োগপত্র, আইডি কার্ড, ভিজিটিং কার্ড তৈরী করে প্রতারণাপূর্বক টাকা আত্মসাত করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক সাগর বোগদাদী স্বীকার করেছে। তার বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী থানায় ২টি, বুড়িচং থানায় ১টি এবং রাঙ্গামাটি সদর থানায় ১টি মামলা রয়েছে।